নিজস্ব প্রতিনিধি : লাল সবুজ যুব সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি । তিনি এলাকার মানুষের কল্যাণে নিরল ভাবে কাজ করে যাচ্ছেন। স্থানীয়রা জানান, স্বপন মাহমুদের নেতৃত্বে সংগঠনটি শুধু উন্নয়ন নয়, বরং মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতা সৃষ্টিতেও অনন্য ভূমিকা রাখছে। তিনি এলাকায় মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, অসুস্থ রোগীদের চিকিৎসা খরচ, বন্যা ও দুর্যোগে ত্রাণ বিতরণ, ঈদে নতুন পোশাক বিতরণসহ নানা সমাজকল্যাণমূলক কাজে নিজের অর্থ ও সময় ব্যয় করে থাকেন।
স্থানীয় এলাকার মানুষ বলেন,“স্বপন ভাই মানুষের বিপদে ছায়া হয়ে দাঁড়ান, এমন মানুষ আজকাল খুব কম দেখা যায়,” এলাকায় কেউ দুঃখ-কষ্টে আছে এমন খবর পেলেই ছুটে যান সাহায্য নিয়ে। তার এই মানবিকতা ইতোমধ্যে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। তিনি সকলের জন্য অনুপ্রেরণা। এ এম স্বপন মাহমুদ এর সমাজের মানবিকতার এই বার্তা ছড়িয়ে দিতে চাই আমরা । তার কাজ প্রমাণ করে যে, ছোট ছোট উদ্যোগও কীভাবে বড় পরিবর্তন আনতে পারে। আমরা তার এই মহৎ কাজের জন্য আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই এবং আশা করি, তার দেখানো পথে আরও অনেকে এগিয়ে আসবেন।
লাল সবুজ যুব সমাজ কল্যাণ পরিষদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিবন্ধিত একটি সামাজিক সংগঠন (রেজি নং: গাজীঃ ৪৭৪, শ্রীপুরঃ ২৩২)। সংগঠনটির মূল লক্ষ্য—মানবতার সেবা, যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখা এবং সামাজিক উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।
তার কাজের মূল প্রেরণা সম্পর্কে জানতে চাইলে এ এম স্বপন মাহমুদ বলেন, “আমি রাজনীতি বা নামের জন্য নয়, মানুষের জন্য কাজ করি। কেউ কষ্টে আছে শুনলে আমি নিজেকে থামিয়ে রাখতে পারি না। যতদিন বাঁচবো, মানুষের পাশে থাকব।” একজন শিশু শিক্ষার আলো পাচ্ছে, তখন মনে হয় এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। এই কাজ আমাকে মানসিক শান্তি দেয়।
উনার সংগঠনের লক্ষ্য জানতে, তিনি বলেন , বর্তমান যুবসমাজই একটি দেশের ভবিষ্যৎ, তাদের দক্ষতা, মেধা এবং উদ্যমের উপর নির্ভর করে আমাদের দেশের উন্নয়ন।
আমাদের সংগঠনের লক্ষ্য হচ্ছে, এই যুবশক্তিকে সঠিক পথে, পরিচালিত করা, এবং সমাজ কল্যাণ মূলক, উন্নয়ন মূলক, কাজের মাধ্যমে তাদের কার্যকর ভূমিকা নিশ্চিত করা। আমরা সবসময় মাদক মুক্ত সমাজ চাই, তাই ছাত্র সমাজের মধ্যে বিভিন্ন, ধরনের খেলার সরঞ্জাম দিয়েথাকি, এবং খেলার দুলার জন্য উৎসাহ করে থাকি ।
এমন মানবিক নেতৃত্ব ও কাজের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন এলাকার মানুষের নির্ভরতার প্রতীক। স্থানীয় যুবকদের মাঝেও সৃষ্টি করছেন উদাহরণ।