মোঃ নুরুজ্জামান শেখ গাজীপুরঃ
টঙ্গী থেকে ১ বছর আগে চুরি হওয়া প্রাইভেট কার উদ্ধার এবং চোরের মুল হোতাকে আটক করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।টঙ্গী পশ্চিম থানার চৌকস পুলিশ অফিসার এস আই মোঃ মনির হোসেন, এস আই মোঃ আকরাম খান, এএসআই মোঃ আরিফ ও কং মোঃ জাহাঙ্গীর সহএকটি চৌকশ টিম তথ্য প্রযুক্তি ও সোর্স এর মাধ্যমে নিশ্চিত হয়ে, কক্সবাজার জেলার সদর মডেল থানাধীন বাংলা বাজার এলাকা থেকে একটি চুরি হওয়া প্রাইভেটকার উদ্ধার করা হয়। এ সময় আসামী ১। মোঃ সাইফুল ইসলাম (৩৫), পিতামৃত-আবু তাহের, মাতা-মোছাঃ ছলেমা বেগম, সাং -শ্রী মুরা, থানা-রামু, জেলা কক্সবাজার এ/পি সাং-বাংলা বাজার বজল আহমেদ মার্কেট (আব্দুল ওহাব এর বাড়ির ভাড়াটিয়া), থানা- কক্সবাজার সদর মডেল থানা, জেলা-কক্সবাজার কে গ্রেফতার করা হয়। উল্লেখ্য,মামলার বাদী মোঃ বাচ্চু(২৮),পিতা-ইউসুফ,সাং-মিঠাখালী,থানা-মঠবাড়ীয়া,জেলা-পিরোজপুর- থানায় আসিয়া লিখিত অভিযোগে জানান যে,গত-১৯/০৬/২৩ তারিখ রাত অনুমান-১০ঃ০০ ঘটিকার সময় টঙ্গী পশ্চিম থানাধীন ওয়ান ব্যাংক এর পাশের গলিতে তাহার নিজ নামীয় প্রাইভেটকার যাহার নম্বর ঢাকা মেট্রো -গ-১৯-৬৬৭৩ গাড়ীটি রেখে তার আত্মীয়ের বাসায় গেলে ২০/০৬/২৩ তারিখ রাত অনুমান ০১:৩০ ঘটিকার সময় আসিয়া দেখেন যে অজ্ঞাতনামা চোর /চোরেরা গাড়ীটি চুরি করিয়া নিয়া যায়। এ সংক্রান্তে টঙ্গী পশ্চিম থানার একটি মামলা দায়ের করেন।যাহার মামলা নং-৯,তারিখ-১৭/১০/২৪, ধারা-৩৭৯ দন্ডবিধি রুজু করা হয়। এরই প্রেক্ষিতে পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে প্রাইভেট কারটি উদ্ধার করে চোর সহ টঙ্গী পশ্চিম থানায় নিয়ে অসেন।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ বলেন চোরকে জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।