মোঃ সাকিল হোসাইন
জেলা প্রতিনিধি নাটোরঃ
সারা বাংলাদেশে যখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতি সেই সময়ে নাটোরের এক সেচ্ছাসেবী সংগঠন একতা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সাধারণ জনগণের জন্য ন্যায্য মূল্যে সবজি থেকে শুরু করে গরুর মাংস বিক্রি শুরু করছে। সংগঠনটির সভাপতি সুজন আহমেদ ও সাধারণ সম্পাদক বাবু গাজী বলেন, বাজারে সিন্ডিকেট ভাঙতে আমরা কাজ করে যাচ্ছি আমরা সপ্তাহে একদিন সরাসরি কৃষকের থেকে সবজি কিনি এবং সেই সবজিগুলো কম মূল্যে গ্রাহকদের কাছে আমরা বিক্রি করছি। তারা আরো বলেন বাজারে যেখানে আলু বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা আমরা বিক্রি করছি মাত্র ৫৭ টাকা। বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকা আমরা বিক্রি করছি মাত্র ১২৭ টাকায়, কাঁচামরিচ বাজারে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা আমরা বিক্রি করছি মাত্র ৮০ টাকায়, বাজারে শিম বিক্রি হচ্ছে ১২০ টাকায় আমরা বিক্রি করছি মাত্র ৯০ টাকায়, বেগুন বিক্রি হচ্ছে বাজারে ৮০ থেকে ৯০ টাকা আমরা বিক্রি করছি ৬০ টাকা, বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি আমরা বিক্রি করছি ৭০ টাকা কেজি, পেঁপে বাজারে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে যেখানে আমরা বিক্রি করছি ২০ টাকা, বাজারের মুলা বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে আমরা বিক্রি করছি মাত্র ৪০ টাকা কেজি, বাজারে ঢেঁড়স বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি আমরা বিক্রি করছি মাত্র ৪০ টাকা কেজি। বাজারে কচু কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬০ টাকা আমরা বিক্রি করছি ৫৫ টাকা, বাজারে চাল কুমড়া বিক্রি হচ্ছে ৪০ টাকা পিস আমরা বিক্রি করছে মাত্র ৩০ টাকায়, পুইশাক বাজারের বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬০ টাকা আমরা বিক্রি করছি ৪০ টাকা।
বাজারে সবচাইতে বেশি চাহিদা হলো গরুর মাংসের আমিষের চাহিদা পূরণ করতে গরুর মাংসের কোন বিকল্প নেই। তাই একতা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তারা গরুর মাংস বিক্রি করেন মাত্র ৬৪০ টাকা কেজি বাজারে যেখানে বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকা। জনগণের লাভের বাজারে বাজার করতে আসা স্টেশন বরগাছা মোড় এলাকার বাসিন্দা স্কুল শিক্ষক জনাব হোসেন বলেন, আমরা সব সময় বাজার সিন্ডিকেটের কাছে জিম্মি জনগণের লাভের বাজারে তারা বাজার করতে পেরে স্বস্তিতে কেনাকাটা করতে পারছেন তিনি আরো বলেন বাজারটি সপ্তাহে একদিন না করে যদি আরো বাড়ানো যায় এতে করে সাধারণ জনগণের স্বস্তি ফিরবে। গরুর মাংস ক্রয় করতে আসা আব্দুর রহিম বলেন সবচাইতে ভালো লাগার বিষয়টি হলো গরুর গোস্ত এক পোয়া থেকে শুরু করে সর্বোচ্চ তিন কেজি ক্রয় করতে পারবে এতে করে নিম্নায়ের মানুষের কিছুটা হলেও আমিষের চাহিদা পূর্ণ হবে। নিম্নায়ের মানুষ যারা এক কেজি গরুর মাংস কিনে খেতে পারে না তাদের জন্য এই বাজারটি খুবই স্বস্তিদায়ক। একতা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম আফতাব বলেন আমরা চেষ্টা করছি বাজারের সিন্ডিকেট ভাঙতে এতে করে একতা স্বেচ্ছাসেবী সংগঠনকে আমরা সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছি, এবং আমাদের স্থানীয় বিএনপি থেকে এই সংগঠনকে সার্বিক সাহায্য সহযোগিতা জন্য আমরা প্রস্তুত রয়েছি।