ভারতে পালানোর সময় আটক আ.লীগ নেতা আসাদুর রহমান কিরণ
Date: 2024-11-19
স্টাফ রিপোর্টার: ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুর রহমান কিরণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আজ মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি। প্রসঙ্গত, আসাদুর রহমান কিরণ গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি থাকার পাশাপাশি গাজীপুর ৪৩ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন আসাদুর রহমান কিরণ। পরবর্তীতে সেই সময়ের মেয়র অধ্যাপক মান্নান সাময়িক বরখাস্ত হলে প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পান তিনি। প্রথম মেয়াদে ২৭ মাস ১৩ দিন দায়িত্ব পালন করেন। এরপর ২০১৮ সালের গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জয়লাভ করেন জাহাঙ্গীর আলম। সেবারও টঙ্গী ৪৩ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হন কিরণ। নির্বাচনের তিন বছর পর জাহাঙ্গীরকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এতে ফের মেয়রের দায়িত্ব পান কিরণ।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connect... Read more about cookies