কালীগঞ্জে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি অনুষ্ঠিত

Date: 2024-09-04
news-banner
মোঃ আলমগীর মোল্লা
 স্টাফ রিপোর্টার‌ঃ 

 গাজীপুরের কালীগঞ্জে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (২৮আগষ্ট) বিকেলে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বর্ত্তুল গ্রামের নিজ বাড়ীতে বিএনপি এর সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
উপজেলা বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির মাষ্টার এর সভাপতিত্বে ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন।
সাধারণ সম্পাদক মো. খালেকুজ্জামান বাবলু এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি আশরাফী হাবিবুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোলায়মান আলম, মো. খায়রুল আহসান মিন্টু, থানা বিএনপির সহ-সভাপতি মো. মোর্শেদ আলম মিন্টু,  সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, সহ-সাংগঠনিক সম্পদক মো. মাহবুবুর রহমান সবুজ, সাবেক যুব বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর কবির, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান, প্রমূখ।
এ সময় অন্যান্যের মাঝে কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন আরমান মাষ্টার, পৌর বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম কাজল, সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান, সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক হাসানুর রহমান জুয়েল, জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পদক মো. ইয়াছিন মোল্লা, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি রহিম সরকার, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হারুন অর রশিদ দেওয়ান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশিদুল হাসান রিপন, যুগ্ম আহবায়ক পনির খন্দকার, উপজেলা ছাত্র দলের আহবায়ক রুবেল শেখ, সদস্য সচিব হাসান, পৌর ছাত্র দলের আহবায়ক মাজহারুল ইসলাম বিপ্লব, সদস্য সচিব সৈকত হোসেন ইমরান সহ উপজেলা ও পৌর বিএনপি এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে বুধবার বাদ জোহর কালীগঞ্জ উপজেলার মোক্তাপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্ওারাইদ বালূচর মাঠে বিএনপির সাবেক সহ সভাপতি মরহুম মাহাবুর শেখ এর স্মরণে আলোচনা সভা, পবিত্র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মোক্তাপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোয়াজ্জেম মিয়ার সভাপতিত্বে ও থানা ছাত্রদলের সদস্য সচিব হাসানুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোক্তারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজনু শেখ।
বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এবাদুল্লাহ শেখ দুলাল, ইউনিয়ন বিএনপির  সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, বাংলাদেশ জাতীয়বাদী ওলামা দলের সভাপতি মাওলানা মো. ফরিদ উদ্দিন প্রমূখ।
এ সময় অন্যান্যের মাঝে ইউনিয়ন সাবেক মেম্বার মো. সাইফুল শেখ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনসুর আহমেদ, ইঞ্জিনিয়ার (ডুয়েট) হারুন উর রশিদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল শিকদার, সাধারণ সম্পাদক মো. আক্রাম হোসেন সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন যুবদল নেতা মো. নাজমুল শেখ।

Leave Your Comments

Trending News