টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পথচারী নিহত

Date: 2024-10-31
news-banner
মোঃ নুরুজ্জামান শেখ গাজীপুরঃ

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পথচারী নিহত
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জাফর উল্লাহ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১২টার দিকে স্টেশন রোড এলাকায় ফায়ার সার্ভিস গেট সংলগ্নে এ ঘটনা ঘটে।

নিহত জাফর উল্লাহ (৪২) ফেনী জেলার করোচিয়া গ্রামের মৃত করিমুল্লাহর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ জানান, রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন জাফর উল্লাহ। টঙ্গীর স্টেশন রোড এলাকায় ছিনতাইকারীরা তার পথরোধ করে এবং গলায় ছুরিকাঘাত করে সব কিছু ছিনিয়ে নেয়।
স্থানীয়রা আহত অবস্থায় জাফর উল্লাহকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত‌্যু হয়।
এসময় স্থানীয়রা দুই ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

টঙ্গী পৃর্ব থানার (ওসি) কায়সার আহম্মেদ  জানান, এ ঘটনায় আটক দু'জনের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং অপরজন পুলিশ হেফাজতে।
 তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave Your Comments

Trending News