গাজীপুরের টঙ্গী যুব মহিলা লীগ নেত্রীর লাশ উদ্ধার

Date: 2024-11-01
news-banner
নিজস্ব প্রতিবেদক //
গাজীপুরের টঙ্গী কলেজগেট এলাকায় আজ বৃহস্পতিবার সকালে তানজিনা খানম লাকী (৩৪) নামে এক যুব মহিলা লীগ নেত্রীর লাশ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। ঘটনার পর স্বামী সুমন পলাতক রয়েছেন। তবে ঘটনাটি রহস্য জনক বলে মনে করছেন এলাকাবাসী। নিহত লাকি টঙ্গী পূর্ব থানা যুব মহিলা লীগের সভাপতি ছিলেন।
নিহতের বোন পুতুল জানান , পারিবারীক কলহের জের ধরে গতকয়েক দিন যাবৎ মতবিরোধ চলছিলো। ফের গতবুধবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী সুমন ও স্ত্রী লাকী উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের হিসেবে ভোররাতে গলায় ওড়ঁনা পেচিয়ে ফ্যানের সাথে ফঁাস দিয়ে  আত্মহত্যা করে। এঘটনার পরেই স্বামী বাসা থেকে পালিয়ে যায়। এব্যাপারে পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিব বলেন,নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে।কিন্তু  ময়না তদন্ত শেষে বলা যাবে আসল রহস্য কি।

Leave Your Comments

Trending News