মেহেন্দিগঞ্জে সাউথ আফ্রিকা প্রবাসী বিএনপি নেতা মামুনকে ভালোবাসায় সিগ্ধ করলেন উলানিয়াবাসী

Date: 2024-11-01
news-banner
মাহমুদুল হাসান ফরিদ,মেহেন্দিগঞ্জঃ  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাউথ আফ্রিকা শাখার যুগ্ন- সাধারন সম্পাদক ও আশুলিয়া থানা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও মেহেন্দিগঞ্জ মানব কল্যান স্বেচ্ছাসেবী সংগঠনের চেয়ারম্যান মামুন হাসান ফ্যাসিষ্ট  হাসিনার পতনের পর নিজ এলাকা মেহেন্দিগঞ্জের উলানিয়ায় আসলে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর ভালোবাসায় সিগ্ধ হলেন তিনি। ৩১ অক্টোবর বৃহস্পতিবার লঞ্চযোগে ঢাকা থেকে দুপুর সাড়ে ১২ টায় মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া লঞ্চঘাটে পৌঁছলে হাজার হাজার নেতা-কর্মী সমর্থকরা তাকে লঞ্চঘাটে অভ্যর্থনা জানান। সেখান থেকে বিশাল এক আনন্দ মিছিল বের হয়ে উলানিয়া বাজার প্রদক্ষিন শেষে অগ্রনী ব্যাংক চত্বরে পথসভায় মিলিত হয়। এ সময় বিএনপির এই তরুন নেতা তার বক্তব্যে বলেন, মাথায় মামলার হুলিয়া নিয়ে ফ্যাসিষ্ট হাসিনার আইন শৃঙ্খলা বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে এক যুগ আগে দেশ ছাড়তে বাধ্য হই। ৫ আগষ্ট যদি খুনি হাসিনার পতন না হতো তাহলে দেশে ফিরে আসাটা খুবই কস্টকর হতো। তিনি আরো বলেন, মেহেন্দিগঞ্জ তথা উলানিয়া বাসীর দোয়া এবং ভালোবাসার কারনেই দীর্ঘদিন পর হলেও নিজ জন্মভূমিতে মহান রাব্বুলআলামিন ফিরিয়ে এনেছে। তিনি আগামি দিনগুলিতে উলানিয়া বাসীর সুখে দুঃখে তাদের পাশে থেকে মাদক ও সন্ত্রাস মুক্ত উলানিয়া গড়ার অঙ্গিকার ব্যক্ত করেন। প্রবাসী মানুন হাসান উত্তর উলানিয়া ইউনিয়নের এক সম্ভান্ত্র মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তার পিতার নাম হাজী আব্দুল বাসেদ। তিনি মাদকের আগ্রাসন থেকে যুব সমাজকে রক্ষার্থে গড়ে তোলেন মেহেন্দিগঞ্জ মানবকল্যান স্বেচ্ছাসেবী সংগঠন। বর্তমানে মামুন হাসান এই সংগঠনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এই সংগঠনের মাধ্যমে নিজ ইউনিয়নে ৫টি মাদ্রাসা পরিচালনা করছে। যেখানে বিনামূল্যে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে। এছাড়াও এই সংগঠনের মাধ্যমে গরীব, অসহায় মানুষকে নানাবিধ সাহায্য সহযোগিতা করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আশুলিয়া থানা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সালমা আকতার বিনু, অবিভক্ত উলানিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইউনুস খোকন, সম্পাদক আসাদুজ্জান আজাদ, সাবেক ছাত্রনেতা ইউনুস মাঝিসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও এলাকাবাসী।

Leave Your Comments

Trending News