বিএনপি নেতা এডভোকেট এম হেলাল উদ্দিন এর সাথে মেহেন্দিগঞ্জ হিজলা উপজেলার নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Date: 2024-11-02
news-banner
আতিকুর রহমান, মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ 
শুক্রবার সন্ধ্যায় বিএনপি নেতা ও ঢাকা জজকোর্ট স্পেশাল ৪ এর পিপি অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন এর উত্তরার নিজস্ব অফিসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভার প্রথমে মেহেন্দিগঞ্জ হিজলা থেকে আগত নেতা কর্মীদের পরিচয়ের মধ্যে দিয়ে সভা শুরু হয়। সভায় বিগত সরকারের আমলে বিএনপি নেতা কর্মীদের উপর জেল জুলুম নির্যাতন ও ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সবাই সংক্ষিপ্ত আলোচনা পেশ করেন।   এই সময় উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা বিএনপির ছাত্রনেতা ও বর্তমান যুগ্ন আহবায়ক মোঃ মিজানুর রহমান সবুজ, ঢাকা জজ কোর্টের আইনজীবী বরিশাল জেলা উত্তরের কৃষক  দলের যুগ্ন আহবায়ক আবু বক্কর সিদ্দিক,তাতীদল মেহেন্দিগঞ্জ উপজেলা সহ-সভাপতি জামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা জাফর তালুকদার,৩ নং চর এককরিয়া ইউনিয়নের ছাত্রদলের সাবেক আহ্বায়ক রায়হান সিকদার, চাঁনপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আতিকুর রহমান, আবুল কাশেম, আফজাল হোসেন,মাইদুল ইসলাম,জামাল হোসেন,এহেসান রাজ, সজিব,আব্বাস,সহ অনেকে।                                ‌‌      বিএনপি নেতা ঢাকা জজকোট স্পেশাল ৪ এর পাবলিক প্রসিকিউটর মেহেন্দিগঞ্জ কাজিরহাট হিজলা আসনের গণমানুষের নেতা উন্নয়নের রুপকার যার হাত ধরে মেহেন্দিগঞ্জ হিজলায় একাধিক মসজিদ গভীর নলকূপ সহ সকল প্রকার উন্নয়ন অব্যাহত আছে তিনি সকল নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন বিগত আওয়ামী লীগের সময়ে আমরা সকলেই জেলা জুলুম নির্যাতনের শিকার হয়েছি অনেকে জেল খেটেছেন অত্যাচারিত জালেম সরকার থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেছেন। জালেমের জুলুম থেকে আমার পরিবারও অনেক নির্যাতনের শিকার হয়েছে। আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রেখেছি তখন আমাদের কিছু করার ছিল না। আপনারা সবাই ধৈর্য ধরে দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সে চেষ্টা করবেন। সবাই সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে থাকবেন যারা সন্ত্রাসবাদের সাথে জড়িত বিএনপিতে তাদের কোন ঠাই নাই। আগামী নির্বাচনের জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করুন এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্পর্কে সাধারণ মানুষের কাছে গিয়ে বলুন। অ্যাডভোকেট হেলাল উদ্দিন বলেন বিএনপির ভারপ্রাপ্ত  চেয়ারম্যান জনাব তারেক রহমান আমার নেতা। তিনি যদি আমাকে বরিশাল ৪ মেহেন্দিগঞ্জ, হিজলা আসন থেকে মনোনয়ন দেন তাহলে আমি আমার সাধ্য মতো এলাকার উন্নয়ন করে যাব। আল্লাহপাক আমার পেশা থেকে যা দিয়েছে তাতেই শুকরিয়া  সবাই আমার জন্য দোয়া করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারক রহমানের জন্য দোয়া করবেন আপোষী নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।

Leave Your Comments

Trending News