মোঃ সাকিল হোসাইন
জেলা প্রতিনিধি নাটোরঃ
সড়কপথে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ সেনাবাহিনী ও নাটোর ট্রাফিক পুলিশ যৌথভাবে কাজ শুরু করেছেন। আজ সকাল থেকে নাটোর শহরের প্রাণকেন্দ্র মাদ্রাসা মোড় এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথভাবে কার্যক্রম শুরু করেন, সারা বাংলাদেশের ন্যায় নাটোরেও সড়কপথে বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে পথচারী ও সাধারণ জনগণ তারই ধারাবাহিকতায় একযোগে শুরু হয়েছে নাটোরে যৌথ বাহিনীর কার্যক্রম। স্থানীয় এক পথচারী মোহাম্মদ মহসিন বলেন আজ থেকে কিছুদিন পূর্বে এই মাদ্রাসা মোড়ে এক ব্র্যাক ব্যাংক কর্মকর্তাকে ঘাতক ট্রাক দিয়ে পৃষ্ঠ করে ঘটনাস্থলে ব্রাক কর্মকর্তা নিহত হয় এছাড়াও বিভিন্ন সময়ে নাটোরে দুর্ঘটনা ঘটে থাকে এবং প্রাণ হারাচ্ছেন অনেকেই তিনি আরো বলেন বাংলাদেশ সেনাবাহিনী ও নাটোর ট্রাফিক পুলিশের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন তিনি বলেন, তাদের এই কার্যক্রম গুলো চলমান রাখলে আশা করছি অল্প দিনের মধ্যেই সড়কে প্রাণহানি কমে আসবে এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাও সুশৃংখলভাবে চলবে। নাটোর ট্রাফিক পুলিশ কর্মকর্তা তাজিব বলেন সারা বাংলাদেশে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথভাবে সড়ক পথে শৃঙ্খলা ফেরাতে কার্যক্রমটি শুরু হয়েছে। তিনি বলেন ফিটনেসবিহীন যানবাহন ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট ব্যতীত মোটরসাইকেল চলাচল করলে তাদের তাৎক্ষণিকভাবে গাড়িগুলোকে মামলা দেওয়া হচ্ছে এবং তাদেরকে পরবর্তীতে যেন এই ধরনের ভুল না করেন সে ব্যাপারে তাদেরকে সতর্ক করা হচ্ছে। তিনি আরো বলেন আজকে নাটোর মাদ্রাসা মোড় এবং নিচা বাজার পুলিশ বক্স সংলগ্ন এলাকায় তাদের এই দুটি কার্যক্রম চলমান রয়েছে।