ইসরাফিল শেখ
জেলা প্রতিনিধি
শিশু রাহাত শাহজাদপুর পৌর এলাকার বাড়াবিল উত্তর পাড়ার গার্মেন্টস শ্রমিক শাহিনের ছেলে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) শাহজাদপুর পৌ এলাকার শক্তিপুর নতুন পশ্চিম পাড়া মর্মান্তিক এ ঘটনা ঘটে। শিশু রাহাত জন্মের পর থেকেই ওই গ্রামের ভ্যান চালক নানা রতন এর বাড়িতে থাকতো। তার বাবা-মা গাজীপুর গার্মেন্টসে কাজ করেন। ঘটনার বিবরণে প্রতিবেশী দের কাছ থেকে জানা যায় বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে দশটায় সময় শিশু রাহাত তার মামা পাঁচ বছর বয়সী হৃদয় এর সাথে খেলা করছিল এ সময় শিশু রাহাতের নানি বাড়ির বাহিরে কাজে ব্যস্ত হয়ে পরে শিশুটির মামা কিছু সময়ের জন্য বাড়ির বাইরে গিয়ে আবার ফিরে এসে রাহাত কে কোথাও দেখতে পায়না পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে বাড়ির পেছনে ডোবার পানিতে নেমে তার নানি শিশু রাহত কে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু রাহাতকে মৃত ঘোষণা করেন। পরে সজনেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগ এর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু রাহাতের লাশ তার নানার বাড়িতে নিয়ে আসে সেখানে এক হৃদয় বিধায়ক দৃশ্য সৃষ্টি হয়। পরে শিশু রাহাতকে পার্শ্ববর্তী বাড়াবিল উত্তর পাড়া নিজের বাড়িতে নিয়ে গেলে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী সকলে কান্নায় ভেঙে পড়ে।