ইসরাফিল শেখ
জেলা প্রতিনিধি
ড্রেজার দিয়ে অবৈধভাবে দেদারসে তোলা হচ্ছে বালু।
শাহজাদপুরে করোতয়া নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে লাখ লাখ ফুট বালু উত্তোলন করছে প্রভাবশালী একটি চক্র। কোনোরকম সরকারি ইজারা ছাড়াই প্রকৃতি ও পরিবেশের ক্ষতি করে প্রায় দুই সপ্তাহ দরে চলছে বালু তোলার মহোৎসব।
কিন্তু নীরব ভূমিকায় রয়েছে স্থানীয় প্রশাসন।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নে
করতোয়া নদীতে দুইটি বাংলা ড্রেজার মেশিনের মাধ্যমে প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত চলে তাদের কাজ।
অভিযোগ রয়েছে, স্থানীয় নেতা কর্মীদের ম্যানেজ করে তারা অবৈধভাবে কাজটি করে যাচ্ছেন। এতে পানির প্রবাহে গতি পরিবর্তন হওয়ায় নদীর পাড় ভেঙে এলাকার ফসলি জমিসহ বাড়ি-ঘর নদীগর্ভে বিলীন হওয়ার পথে।