জয়পুরহাটের ১ম শহীদ বদিউজ্জামান মন্ডলের ১১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Date: 2024-11-12
news-banner
দেলোয়ার হোসেন পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ
আজ ১১ নভেম্বর সোমবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১৪০ তম শহীদ জয়পুরহাট জেলার ছাত্রশিবিরের ১ম শহীদ বদিউজ্জামান মন্ডলের ১১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখার সভাপতি মোঃ জুয়েল হোসেনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মোঃ তারেক হোসেনের সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল,জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান,পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম,পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার)

আরও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মোঃ আমিমুল ইহসান আমান,ছাত্রশিবিরের অফিস সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম,কুসুম্বা ইউনিয়ন জামায়াতের আমীর আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান প্রমুখ।

এ ছাড়াও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন
জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মুহাঃ হাসিবুল আলম লিটন,ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি এডভোকেট আসলাম হোসেন সহ ছাত্রশিবিরের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য শহীদ বদিউজ্জামান মন্ডল ২০১২ সালে ৫ নভেম্বর জয়পুরহাট বাটার মোড় এলাকায় মিছিল চলাকালীন সময়ে পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইবনে সিনা হাসপাতালে শাহাদাৎ বরণ করেন।

Leave Your Comments

Trending News