জেলা প্রতিনিধি ফরিদপুর
জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট।
অনেক জল্পনা কল্পনা শেষে পুলিশের জালে ধরা পড়েছেন সালথা উপজেলার সাবেক চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর। ১১ ই নভেম্বর রাতে ঢাকা থেকে গোল্ডেন লাইন এর বাসে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিলে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা টোল প্লাজা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
১২ই নভেম্বর মঙ্গলবার সকালে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন এবং ওয়াদুদ চেয়ারম্যান কে আদালতে প্রেরণ করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন। গত ১৪ অক্টোবর বিকালে সালথা উপজেলাধীন গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামে ইমাম বাড়ি নামক স্থানে মেলায় এক তরুণীকে উত্তক্ত করার প্রতিবাদ করায় কাসেম বেপারী নামে এক যুবকে কুপিয়ে হত্যা করে। ওই মামলার আসামি হিসেবে সালথা উপজেলার সাবেক চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর কে গ্রেফতার দেখানো হয়েছে।কাশেম বেপারী হত্যাকাণ্ডের সত্য উদঘাটনের জন্য তার বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে বলে পুলিশ তথ্যটি জানিয়েছেন। এছাড়া ওয়াদুদ চেয়ারম্যানের বিরুদ্ধে আরো ১৫ টি মামলা রয়েছে। একে একে সব মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে বলে জানিয়েছেন।এর আগে আওয়ামী লীগের আমলে তিনি এলাকায় দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার কারণে একাধিকবার জেল খেটেছেন।