গাজীপুর মহানগর যুবদলের বর্ণনাট্য রেলি অনুষ্ঠিত

Date: 2024-11-13
news-banner
মোঃ শাহজালাল দেওয়ান: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল ১২ই নভেম্বর মঙ্গলবার গাজীপুর মহানগর যুবদল এর উদ্যোগে বর্ণাঢ্য রেলির আয়োজন করা হয়। গাজীপুর মহানগর সদর মেট্রো থানা, কোনাবাড়ী,কাশেমপুর কাউলতিয়া,পুবাইল, বাসন,গাছা ও টঙ্গী থানা সহ মহানগরের ৫৭ টি ওয়ার্ড থেকে  খন্ড খন্ড মিছিল হয়ে মঙ্গলবার বিকেল ৩টায়  গাজীপুর রাজবাড়ির মাঠে সমবেত হয়ে বিশাল জন সমুদ্র পরিণত হয়। রেলীর  আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম পল, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদুল হাসান রাজু, এছাড়া অন্যান্যদের মধ্যে  মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল হোসেন,দপ্তর সম্পাদক বেলায়েত হোসেন, বাসন থানা যুব দলের আহবায়ক মনিরুজ্জামান মনির, গাছা থানার যুবদলের যুগ্ন আহবায়ক রুবেল সরকার সহ বিভিন্ন ওয়ার্ড থানা ও মহানগর পর্যায়ের যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য এই রেলিটি জয়দেবপুর রাজবাড়ীর মাঠ থেকে বের হয়ে রেলগেট শিববাড়ি মোর হয়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গেইটে সমাপ্ত ঘটে।
রেলীতে দলীয় স্লোগান দিয়ে নেতাকর্মীরা একাত্মতা প্রকাশ করেন এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান। তারা বলেন বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বাধীনতা রক্ষার জন্য যুবদল সব সময় প্রস্তুত। আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে একতাবদ্ধ হয়েছি এবং ভবিষ্যতে যে কোনো পরিস্থিতিতে সাধারণ মানুষের অধিকার ও ন্যায় প্রতিষ্ঠায় কাজ করে যাব।

Leave Your Comments

Trending News