নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে ছাত্রদলের মিছিলে আওয়ামীলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর বাজারে ৬ নং গোপালপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল টি রাজাপুর বাজার থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে রাজাপুর বাজারে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত। সমাবেশে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক সামসুল আলম রনি,বড়াইগ্রাম উপজেলা ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ জাহিদ হোসাইন বিপুল, সদস্যসচিব আরিফুল ইসলাম খান কানন, যুগ্ন আহবায়ক মো: রাশেদুল ইসলাম,জেলা ছাত্রদলের সহ সভাপতি আব্দুলাহ আল লিটন।