গণহত্যার সাথে জড়িতদের দ্রুত বিচার করতে হবে: সালাউদ্দিন সরকার

Date: 2024-11-16
news-banner
মোঃ শাহজালাল দেওয়ান: টঙ্গী-গাজীপুর।। জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী  সভাপতি ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব সালাউদ্দিন সরকার বলেছেন জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা পুলিশের সাথে মিশে মানুষ হত্যা করেছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে আইনের হাতে তুলে দিয়ে আইনের মাধ্যমেই তাদের বিচার কার্যক্রম সম্পন্ন হবে । টঙ্গীতে এক রেলির সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথা বলেছেন।
 জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে রেলী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গীর পূর্ব-পশ্চিম 15 টি ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল এসে টঙ্গী কলেজ গেট এলাকায়  বিশাল জনসমুদ্রে পরিণত হয়ে আলহাজ্ব সালাউদ্দিন সরকারের নেত্বিতে রেলীটি  কলেজগেট থেকে শুরু করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হয়ে টঙ্গী মেঘনা রোড এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে সমাপ্ত করা হয়। রেলীতে দলীয় স্লোগান দিয়ে নেতাকর্মীরা একাত্মতা প্রকাশ করেন এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান। তারা বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বাধীনতা রক্ষার জন্য গাজীপুরে আলহাজ্ব সালাউদ্দিন সরকারের ডাকে বিএনপি সব সময় প্রস্তুত। আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে একতাবদ্ধ হয়ে গাজীপুর ২ আসনে সালাউদ্দিন সরকারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনীত সংসদ সদস্য হিসেবে প্রত্যাশা করছি। এবং ভবিষ্যতে যে কোনো পরিস্থিতিতে সাধারণ মানুষের অধিকার ও ন্যায় প্রতিষ্ঠায় কাজ করে যাব।
আলহাজ্ব সালাউদ্দিন সরকার বিভিন্ন পাড়া মহল্লা ও ওয়ার্ড থেকে আগত নেতা কর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন আমরা যারা বিগত হাসিনা সরকার আমলে বিভিন্ন হামলা মামলা,জেল ও পুলিশের নিরযাতন সহ্য করেছি আজকের এই রেলির পর থেকে আমরা সবকিছু ভুলে গিয়ে একটি নিরপেক্ষ ভোটের মাধ্যমে আগামীতে একটি গণতান্ত্রিক সরকারপ্রতিষ্ঠিত হবে এমনটাই অন্তবর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে। তিনি আরও বলেন ফ্যাসিবাদের দোসর যারা গুপটি মেরে এখনো দলের ভিতরে বসে ষড়যন্ত্র করে আসছে তারা যদি প্রকাশ্যে নামার চেষ্টা করে তাহলে তাদেরকে কোন অবস্থাতেই ছাড় দেওয়া হবে না । 

Leave Your Comments

Trending News