নির্মাতা রতন রহমানের নাটকে জুটিবদ্ধ হলেন আলিফ-অনন্যা

Date: 2024-11-16
news-banner
নাহিদ হাসান নওগাঁঃ

বর্তমান সময়ের জনপ্রিয় আলোচিত জুটি আলিফ-অনন্যা সম্প্রতি একসাথে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন তরুন নির্মাতা নওগাঁর রতন রহমানের "ঘাউড়া বউ" শিরোনামের একটি ১ঘন্টার বিশেষ নাটকে।
নাটকটি আসছে কে এল এন্টারটেইনমেন্ট এর ব্যানারে।
নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এ সময়ের অনেক জনপ্রিয়, ব্যস্ত ও মেধাবী পরিচালক নওগাঁর কৃতি সন্তান রতন রহমান।
নাটকটি রচনা করেছেন অনিক খান।
আলিফ-অনন্যা ছাড়াও নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রকি খান, শেখ সপ্না, রফিক মিন্টু, সুলতানা খাতুন, সেজান, কোয়েল, কেয়া মনি, আশিক শেখ সহ আরো অনেকেই।
নাটকের কাহিনী সম্পর্কে জানতে চাইলে নির্মাতা রতন রহমান বলেন গল্পটা এখনই দর্শকদের জানাইতে চাই না, গল্পের কাহিনী দর্শকদের কাছে টুইষ্ট হয়ে থাকুক, আশা করছি দর্শক আমার নাটকটি দেখে বিনোদিত হবেন।
সম্পাদনার কাজ সম্পন্ন হলেই নাটকটি খুব শীঘ্রই দেখতে পাবেন কে এল এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে।

Leave Your Comments

Trending News