নকলায় বিনামূল্যে ডায়াবেটিস ও হাইপারটেনশন চিকিৎসা সেবা প্রদান

Date: 2024-11-17
news-banner
নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বিনামূল্যে ডায়াবেটিস ও হাইপারটেনশন চিকিৎসা সেবা প্রদান করেছেন ডা. কাওসার আজাদ শুভ্র। শনিবার (১৬ নভেম্বর) নকলা উপজেলা কমপ্লেক্সের ১০০গজ দক্ষিনে নিজ বাসার নিচ তলায় নিজস্ব চেম্বারে দিনব্যাপি অসহায় দরিদ্র ডায়াবেটিস ও হাইপারটেনশন রোগীদের বিনামূল্যে এ সেবা দেওয়া হয়।

শেরপুর ডায়াবেটিস হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কাওসার আজাদ শুভ্র বলেন, ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) বিশ্ব ডায়াবেটিস দিবস উপলেক্ষ হাসপাতালে বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহন করায় এবং ১৫ নভেম্বর (শুক্রবার) জুমার দিন বিবেচনায় ২ দিন পিছিয়ে ১৬ নভেম্বর (শনিবার) দিনব্যাপি এই কর্মসূচি বাস্তবায়ন করা হলো।

এদিন দেড় শতাধিক ডায়াবেটিস রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও অগণিত হাইপারটেনশন রোগীকে বিনামূল্যে ব্লাড প্রেসার মাপা হয়। এছাড়া বিশেষ ছাড়ে রোগীদের পরীক্ষা নিরীক্ষা করানো ও ইসিজির সেবা প্রদান করা হয় এবং ঘন ঘন পশ্রাব, অতিরিক্ত ক্ষুধা লাগা, বারবার পিপাসা লাগা, উচ্চ রক্তচাপ, মাথা ঘুরানো, অতিরিক্ত শরীর ঘামা, ঘাড় খিচুনী ও স্ট্রোক নিয়ন্ত্রণে তথা প্রতিকার-প্রতিরোধে বিনামূল্যে প্রয়োজনীয় পরামর্শ সেবা প্রদান করেন ডা. কাওসার আজাদ শুভ্র।

সেবা নিতে আসা বৃদ্ধা জহুরা বেগম নিজের মতো করে বলেন, বাড়িত মেলা মানুষের মুহ হুনছি শুভ্র ডাক্তর খুব ভালা। কিন্তুক এর আগে তার সঙ্গে কোন দিন দেহা অয়নাই। আইজকা তার সঙ্গে কতা কইয়া মনে অয়তাছে আমার অসুখ অর্ধেক কইম্মা গেছে। ডাক্তরের কতা হুইন্নাই শইলডা ভালা ভালা নাগতাছে। এর পরেও আমারে এই ডাক্তরে কিছু ওষুধ দিছে, অহন ওষুধ খাইয়্যা দেহি কি অয়। অন্য এক রোগী উরফা এলাকার বীর মুক্তিযোদ্ধা তায়েব আলী বলেন, আমাদের ছেলেতুল্য এলাকার ভাতিজা ডা. শুভ্র আমাদেরকে বিনামূল্যে পরামর্শ সেবা দেওয়ায় যতটা উপকৃত হচ্ছি; তারচে অনেক বেশি তৃপ্তি পাচ্ছি নিজের পরিবারের লোকজনের মতো আন্তরিকতা সহিত সেবা পেয়ে।

ডা. কাওসার আজাদ শুভ্র’র এমন সেবামূলক কাজের মূল্যায়ন করতে গিয়ে নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন বলেন, ডাক্তার নামক কথিত রক্তচুষাদের ভিড়ে নিভৃতে সেবা দিচ্ছেন গরীবের ডাক্তার নামে খ্যাত আমাদের নকলার কৃতি সন্তান ডা. কাওসার আজাদ শুভ্র। নকলার একজন নাগরিক হিসেবে আমাদের কর্তব্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। এই একবিংশ শতাব্দীর অস্থির সময়ে একজন পেশাদার ডাক্তার, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের বিষয়টি সকলকে ভাবিয়ে তুলার মতো। দেশের বিভিন্ন এলাকায় ডাক্তার কাওসার আজাদ শুভ্র’র মতো একজন করে মানবিক চিকিৎসক জন্ম নিলে সংশ্লিষ্ট এলাকার দরিদ্র অসহায় রোগীরা উপকৃত হবেন বলে মনে করছেন বিভিন্ন পেশাশ্রেণির জনগণ।

ডাঃ কাওসার আজাদ শুভ্র বলেন, আমি ছাত্রজীবন থেকেই নিজ উপজেলার বাহিরে আছি। লেখাপড়া শেষ করার পরে প্রথমে নালিতাবাড়িতে ও পরে শেরপুর ডায়াবেটিস হাসপাতালে কর্মরত আছি। ফলে নিজ উপজেলার অসহায় দরিদ্র মানুষদের জন্য কাজ করার সুযোগ কম পেয়েছি। তাই সুযোগ পেলেই নকলার জনগনকে সেবা দেওয়ার চেষ্টা করে আসছি। এতেকরে নিজ এলাকার সাধারণ মানুষের মুখে হাসির দেখা মিলে। এতে একদিকে অসহায় দরিদ্র মানুষদের মুখে হাসি দেখলে ভালো লাগে, অন্যদিকে নিজ উপজেলার মানুষ জনের সাথে দেখা-সাক্ষাৎ হয়। এ কারনেই সুযোগ পেলেই এলাকার তরুণদের সার্বিক অংশ গ্রহনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের ক্যাম্পেইনের ব্যবস্থা করি। জেলার কোন ব্যক্তি বা সংগঠন অথবা কোন সংস্থা বা প্রতিষ্ঠান ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করলে তিনি সেখানে স্বেচ্ছাসেবা দিতে সদা প্রস্তুত বলে জানান।

জানা গেছে, ডা. কাওসার আজাদ শুভ্র শেরপুর ডায়াবেটিস হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। তাঁর চিকিৎসা জগতে শিক্ষাগত যোগ্যতা- এমবিবিএস (মমেক), সিসিডি (বারডেম), পিজিটি (সার্জারী), সিএইউ (আল্ট্রাসনোগ্রাম)। এছাড়া তিনি মেডিসিন, ডায়াবেটিস, বাত ব্যথা, নাক, কান, গলা ও হাড়জোড়া রোগে অভিজ্ঞ চিকিৎসক হিসেবে সবার কাছে সমাদৃত।

Leave Your Comments

Trending News