কেরাণীগঞ্জ প্রেসক্লাব থেকে রায়হান খান ও ইউসুফ আলী বহিষ্কার

Date: 2024-11-17
news-banner
কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার কেরাণীগঞ্জ প্রেসক্লাব থেকে মোহাম্মদ রায়হান খান ও মো.  ইউসুফ আলীকে বহিষ্কার করেছেন কেরাণীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী  কমিটি।  গত কাল রবিবার সকালে কেরাণীগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে  এক কার্যকরীর পরিষদের সভায়, উপস্থিত সদস্যদের  সর্বসম্মতিতে   মোহাম্মদ রায়হান খান  ও মো ইউসুফ আলীকে  বহিষ্কার সিদ্ধান্তে একমত হন। কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুল গনি ও সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মোস্তফা কামাল এর স্বাক্ষরিত  বহিষ্কার নোটিশে বলা হয়েছে তারা উভয়ই   কেরানীগঞ্জ প্রেসক্লাবের গঠনতন্ত্র অবমাননা,কেরানীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিত কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, কেরানীগঞ্জ প্রেসক্লাবের অর্থ আত্মসাৎ, ও পতিত স্বৈরাচারী শেখ হাসিনার অবৈধ সরকারের ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগের দোসরের রূপ ধারণ করেছেন। এর মধ্যে কেরানীগঞ্জ প্রেসক্লাবের কথিত সভাপতির পরিচয় বহন করেন রায়হান খান।  বহিষ্কার নোটিশে আরো বলা হয় তাদের উভয়ের বিরুদ্ধে  দুর্নীতি ও প্রতারণায় অবৈধ আয়ের মাধ্যমে জমি জমা ক্রয় ও বহুতল ভবন নির্মাণের অভিযোগ রয়েছে  উভয়ের বিরুদ্ধে।  এছাড়াাও  তাদের উভয়ের বিরুদ্ধে কেরানীগঞ্জ প্রেসক্লাবের অর্থ আত্মসাৎ এর প্রমাণ রয়েছে।  এসব কারনে কেরানীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সিদ্ধান্ত ক্রমে মোহাম্মদ  রায়হান খান ও মো. ইউসুফ আলীকে  পৃথক পৃথক দুটি বহিষ্কার নোটিশ প্রদান করা হয।

Leave Your Comments

Trending News