বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ চূড়ান্ত

Date: 2024-11-18
news-banner
বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ৩১ জানুয়ারি দুই পর্বে শুরু হচ্ছে দেশের তাবলিগে জামায়াতের সবচেয়ে বড় আয়োজন বিশ্ব ইজতেমা। আগামী বছর দুই পর্বের বিশ্ব ইজতেমার তারিখ ও কাদের অধীনে হবে তা চূড়ান্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। রবিবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি জুবায়েরপন্থিদের অধীনে হবে এবং দ্বিতীয় পর্ব হবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি সাদপন্থিদের অধীনে। ইজতেমার তারিখ নির্ধারণ, আইনশৃঙ্খলা সমন্বিত রাখা, ইজতেমার সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে কার্যক্রম গ্রহণের লক্ষ্যে ৪ এবং ৭ নভেম্বর অনুষ্ঠিত সভার সমন্বিত কার্যবিবরণীসহ প্রকাশ করা হয়।বিজ্ঞতিতে বলা হয়, ১ম পর্বের আয়োজনকারীগণ তাদের আয়োজন শেষে ইজতেমার মাঠ বিভাগীয় কমিশনার, ঢাকা এর নেতৃত্বে গঠিত বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতি সংক্রান্ত কমিটিকে ৪ ফেব্রুয়ারি (২০২৫) বেলা ৩টার মধ্যে বুঝিয়ে দিবেন। ২য় পর্বের আয়োজনকারীগণ ৪ ফেব্রুয়ারি বিকেলে উক্ত কমিটির নিকট থেকে ইজতেমার মাঠ বুঝে নেবেন এবং ইজতেমা শেষে ১১ ফেব্রুয়ারি দুপুরে উক্ত কমিটির নিকট মাঠ হস্তান্তর করবেন। এদিকে বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতি, আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক কার্যক্রম তদারকি সংক্রান্ত কমিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 
১৯৬৭ সাল থেকে টঙ্গীর তুরাগ নদের তীরে বিশাল ময়দানে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। তাবলিগের একাংশের মুরুব্বি ও ভারতের মাওলানা সাদের কিছু বক্তব্যকে কেন্দ্র করে ২০১৮ সালে বিশ্ব ইজতেমার আয়োজকদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এরপর থেকে দুই পক্ষ দুই পর্বে ইজতেমায় অংশ নিচ্ছে। একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন মাওলানা সাদ অনুসারীরা, অপরটির নেতৃত্বে রয়েছেন আলমী শুরাপন্থি বাংলাদেশের মাওলানা জোবায়ের অনুসারীরা।

Leave Your Comments

Trending News