তাওহীদ পাটোয়ারী মনির
মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহ সভাপতি ও নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মহসিন উদ্দিন প্রধানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।১৯ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় নন্দীখোলা ইউনিয়ন কমপ্লেক্সের সামনে নায়েরগাঁও - পিতাম্বর্দী সড়কে মানববন্ধন করেছে নায়েরগাঁও উত্তর ইউনিয়নের সাধারণ জনগণ। গত ১৩ নভেম্বর রাতে পিতাম্বর্দী বাজার থেকে নন্দীখোলা নিজ এলাকায় ফেরার পথে যুবলীগ নেতা এবায়েদ উল্লাহ,বাবু প্রধান, হোসেন, সালাহ উদ্দিন, হাসেম,সায়েমসহ ১০ থেকে ১৫ জন পরিকল্পিতভাবে হামলা চালায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আহত মহসিন উদ্দিন প্রধান বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করে। মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী জানানো হয় মানববন্ধনে। এসময় বক্তব্য রাখেন
নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নাছির গাজী, ১ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আলাউদ্দিন আলাল, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল কাদির বেপারি, ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক মিরাজ হোসেন, যুবদলের সাধারন সম্পাদক মোঃ সোহেল পাটোয়ারী, যুবদলের সাংগঠনিক সম্পাদক আল-আমীন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ খান সমাজ সেবক দুলাল প্রধান
মফিজ প্রধান,৷ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ শাহিন মিয়া সরকার, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ফয়সাল মিয়া, শ্রমিকদল নেতা আঃরহমান -
যুবনেতা সোলেমান প্রধান
জাকির হোসেন,স্বপন মিয়া,
আব্দুল মালেক, লোকমান হোসেন সহ অসংখ্য নেতৃবৃন্দ
অপরদিকে মহসিন উদ্দিন প্রধানের উপর হামলার প্রতিবাদে এবং দুষ্কৃতকারীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল করে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলের নেতাকর্মীরা।
ছবিঃ মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মহসীন প্রধানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করছে এলাকাবাসী।