স্টাফ রিপোর্টার: গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুর রহমান কিরণের বিচারের দাবিতে টঙ্গীতে বিক্ষোভ সমাবেশ করেছে টঙ্গী পূর্ব থানা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।। বুধবার সকাল ১১ টায় টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে মিছিলটি বিসিক রেলগেট এলাকা থেকে বের হয়ে টঙ্গী স্টেশন রোড এলাকায় সমাপ্ত ঘটে। মিছিলে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার,টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুবেল প্রধান, সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী ছাত্রদল নেতা রিফাত রশিদ, আশরাফুল আলমসহ নেতাকর্মীবৃন্দ।
ভিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক ছাত্রনেতা এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার বলেন বিএনপির সাবেক মন্ত্রী এম এ মান্নান ২০১৩ সালে জনগণের প্রত্যক্ষ ভোটে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন । তাকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে বসে হাজার হাজার কোটি টাকা অর্থ লুটপাট করেছে এই আসাদুর রহমান কিরণ। সামান্য একজন কাউন্সিলর হয়ে সে কীভাবে হাজার কোটি টাকার মালিক হয়েছে জনগণ জানতে চায়। তার সকল অবৈধ সম্পদ জব্দ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করার দাবি জানান তিনি।
টঙ্গী থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন বলেন কিরনের যারা দোসর এখনো টঙ্গীতে অবস্থান করছে তাদেরকে বাসা থেকে ধরে এনে আমরা আইনের হাতে সোপর্দ করে দিব ।
উল্লেখ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলি ও হত্যার অভিযোগে আসাদুর রহমান কিরণ এর বিরুদ্ধে গাজীপুর মহানগরের বিভিন্ন থানা ও রাজধানীর উত্তরা থানায় একাধিক মামলা রয়েছে। গত মঙ্গলবার ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে তাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।