মোঃ শাহজালাল দেওয়ান: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের টঙ্গী দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক ২০২৪ নির্বাচন । বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটাররা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ২২০ জন ভোটারের মধ্যে ২১৪ জনকে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ১৫টি পদের বিপরীতে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম। তিনি পেয়েছেন ১৬১ ভোট,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুল ইসলাম পেয়েছেন ৩৬ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মুরাদ হোসেন বকুল। তিনি পেয়েছেন ১৫২ ভোট,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তফা কামাল পেয়েছেন ৬১ ভোট। সহ-সভাপতি হিসেবে বিজয়ী হয়েছেন জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক পদে জাহিদ হাসান স্বপন, সাংগঠনিক সম্পাদক পদে নুরুল ইসলাম, অর্থ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক পদে মোহাম্মাদ ইব্রাহিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. জাহাঙ্গীর আলম, ধর্ম বিষয়ক সম্পাদক পদে হাজী মোহাম্মদ ওয়াদুদ হোসেন এবং প্রচার সম্পাদক পদে মো. ফারুক হোসেন বিজয়ী হয়েছেন।এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন মোহাম্মদ আল আমিন মিয়া, কেএম নজিবুল্লাহ জনি ও মো. ফারুক হোসেন।
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মফিজ উদ্দিন বলেন, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন চলাকালীন সময়ে পরিদর্শন এ আসেন গাজীপুর মহানগর বিএনপি নেতা রকিব উদ্দিন সরকার পাপপু, জাবেদ আহমেদ সুমন সরকার,আব্দুর রহিম কালা,ফয়সাল হোসেন ও আকবর হোসেন ফারুকসহ বিএনপির মহানগর থানা ও বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা । তারা বলেন দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগের আমলে এমন উৎসবমুখর পরিবেশে কোন নির্বাচন হয়নি। ১৬ বছর পরে এমন শান্তিপূর্ণ নির্বাচন দেখে সত্যি আমাদের অনেক ভালো লেগেছে। উৎসব মুখর পরিবেশে বিজয়ী প্রার্থীরা পরাজিত প্রার্থীদেরকেও গলায় ফুলের মালা দিয়ে জড়িয়ে ধরে আলিঙ্গন করে এ সময় পরাজিত প্রার্থীরাও বলেন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির জন্য কাজ করে যাব।