চলনবিল ফ্রেন্ডস সোসাইটির  মতবিনিময় সভা

Date: 2024-11-24
news-banner
কাবিল উদ্দিন কাফি সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের সিংড়া উপজেলায় এসএসসি ব্যাচ ১৯৯৪ বন্ধুদের নিয়ে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২২ নভেম্বর) শুক্রবার সন্ধ্যায় সিংড়া উপজেলার চৌগ্রাম হাইস্কুলএন্ড কলেজে   কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট সিংড়া নাটোরের  অধ্যক্ষ সায়বর আলী আকন্দের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চলনবিল ফ্রেন্ড সোসাইটি ও সিংড়া প্রেসক্লাবে  সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, সাধারণ সম্পাদক খায়রুল বাসার নয়ন , খালেকুজ্জামান রঞ্জু,  জিয়াউর রহমান জিয়া,  এনামুল হক, বেলাল হোসেন, রেজাউল করিম রেজা  রফিক,সেলিম মাহমুদ প্রধান শিক্ষক চাকপুর বিলভরাট উচ্চ বিদ্যালয়, মাহাবুবুর রহমান প্রধান শিক্ষক পুটিমার উচ্চ বিদ্যালয়  সাব্বির,  সালাম সরকার,আব্দুল খালেক, আব্দুল মতিন এস এম সেলিম হোসেন। বন্ধুরা বলেন দির্ঘ ৩০বছর পর হলেও আজ এস এস সি  ১৯৯৪ ব্যাচের বন্ধুদের সাথে কিছু সুন্দর মূহুর্ত কাটালাম যে সকল বন্ধুরা দুনিয়া ছেরে আল্লাহুর ডাকে সারা দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত  কামনা করে  মহান আল্লাহ পাক আমাদের সকল বন্ধুদের সুস্থ সুন্দর দীর্ঘ জীবন দান করুন এবং আগামী দিনগুলোতে জীবনের প্রতিমুহূর্ত হাঁসি খুশি তে অতিবাহিত করার জন্য একসঙ্গে চলনবিল ফ্রেন্ডস সোসাইটির  সাংগঠনিক তৎপর বৃদ্ধির প্রতি গুরুত্ব আরোপ করেন 

Leave Your Comments

Trending News