নাহিদ হাসান নওগাঁ প্রতিনিধিঃ
প্রতিবছর ১০ ডিসেম্বর বাংলাদেশসহ সারা বিশ্বে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়। ১৯৪৮ খ্রিষ্টাব্দ থেকে জাতিসংঘ এই দিনটি পালনের সিদ্ধান্ত নেয়। তারই ধারাবাহিকতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষকাল দিবস -২৪ এর অংশ হিসেবে আজ ১০ ডিসেম্বর মঙ্গলবার সারা দেশের ন্যায় নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় বাদাবন সংঘ'র আয়োজন করে।আর্থিক সহযোগিতায় নেদারল্যান্ড এম্বাসি ও সেইভ দ্যা চিল্ড্রেন এর কারিগরি সহযোগিতায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে উপজেলা অডিটোরিয়াম কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
এ সময় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মো আলীমুজ্জামান মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন,উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার ফিরোজ আল মামুম।
আরো উপস্থিত ছিল স্থানীয় এনজিও প্রতিনিধি, সাংবাদিক, প্রেস ক্লাবের সভাপতি, বাদাবন সংঘ'র নারী সদস্যরা ও বাদাবন সংঘ'র কর্মীবৃন্দ।
নারীর মানবাধিকার সুরক্ষা কোনো অনুগ্রহ নয়, বরং তা মানুষ হিসেবে তাদের অন্যতম ন্যায্য অধিকার। আর এই প্রাপ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই বাদাবন সংঘ দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন তৃণমূলের নারীদের সঙ্গে।