গাজীপুরের টঙ্গীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Date: 2024-12-14
news-banner
আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় টঙ্গী নতুনবাজার এলাকা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় এসে শেষ হয়।  মানববন্ধন ও বিক্ষোভে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর তারেক জিয়া পরিষদের আহ্বায়ক সাব্বির আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় আহ্বায়ক আমিনুল ইসলাম সোহাগ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির নেতা সরকার শাহনূর ইসলাম রনি।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তারেক জিয়া পরিষদের সদস্য সচিব মো. বীর রহমান।  মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা তারেক জিয়া পরিষদের নবগঠিত আহ্বায়ক রনি দেওয়ান, সদস্য সচিব রাশেদুল ইসলাম, বিএনপি নেতা দুলাল, মামুনসহ দলীয় নেতাকর্মীরা।  বক্তারা অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তির দাবি জানান। একই সঙ্গে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে সমালোচনা করে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের আহ্বান জানান।

Leave Your Comments

Trending News