রামপালে বিএনপি’র উদ্যোগে শান্তিপ্রিয় জনতার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

Date: 2024-12-17
news-banner
মল্লিক মোঃ জামান, 
রামপাল(বাগেরহাট)প্রতিনিধি: বাগেরহাটের রামপালে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট জনগণের মাঝে বিতরণ ও সমাজের সর্বস্তরের সীমাহীন দুর্নীতি, সন্ত্রাস, নৈরাজ্য ও মাদকের বিরুদ্ধে শান্তিপ্রিয় জনতার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ ডিসেম্বর) বিকেলে ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে উপজেলার বেতকাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান (শামীম)।

মোঃ ইসমাইল হোসেন মাঝি’র সভাপতিত্বে ও মোঃ সাইফুল ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ হাফিজুর রহমান (তুহিন), সহ-সভাপতি মোঃ ওহিদুল ইসলাম, সরদার অজিয়ার রহমান। 
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ আব্দুল হান্নান, মোঃ আল আমিন শেখ, মোঃ হায়দার আলি ফকির, শেখ মতিয়ার রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শামীম বলেন, বিএনপি সব সময় জনকল্যাণে কাজ করে। এদেশের গণমানুষের প্রিয় দল বিএনপি। খুনি হাসিনা নির্বাচনব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে ফেলেছে। জনগণের ভোটাধিকার থেকে শুরু করে সব সাংবিধানিক অধিকার হরণ করেছে। অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে তারা গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মামলা, নিপীড়ন, নির্যাতনের মাধ্যমে অবৈধ ক্ষমতাসীনরা দেশে অরাজকতার রাজত্ব কায়েম করেছিল। পাশাপাশি লুটপাট-দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। সমাজের প্রতিটি স্তরে বৈষম্য তৈরি করেছিল আওয়ামী লীগ সরকার। ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে গণহত্যাকারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। নতুন বাংলাদেশে আমরা আর কোথাও বৈষম্য দেখতে চাইনা। তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আসবে। দলীয় নেতা-কর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে রাষ্ট্র গঠনে সহযোগিতা করার অনুরোধ জানান বিএনপির এ কেন্দ্রীয় নেতা।

Leave Your Comments

Trending News