মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা প্রতিনিধি:-চুয়াডাঙ্গা পৌর এলাকার পৃথক ৩টি স্থানে অভিযান চালিয়ে রফিক শেখ, সায়েদ হোসেন ও অপু নামক ৩ মাদককারবারিকে মাদকসহ আটক করা হয়েছে। ১৮/১২/২০২৪ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের আটক করে। পরে তাদের তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে।চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ মালোপাড়ায় অভিযান চালিয়ে একই এলাকার মৃত অভি শেখের ছেলে মাদককারবারি রফিক শেখকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ২ পিস বুফ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতে আটককৃত রফিক শেখকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
অপরদিকে, বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা পশুহাট এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার জহুরুল ইসলামের ছেলে মাদককারবারি সায়েদ হোসেন আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১শ গ্রাম গাঁজা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদককারবারি সায়েদ হোসেনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা অর্থদণ্ডাদেশ দেয়া হয়।এছাড়া বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা হকপাড়ায় অভিযান চালিয়ে একই এলাকার মৃত খোকনের ছেলে মাদককারবারি অপুরে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে আটককৃত অপুকে ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা অর্থদণ্ডাদেশ দেয়া হয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম আশিস মমতাজ।
অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খাঁন ও উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন। গতকালই তাদের তিনজনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।