নাজমুল আলম মুন্না,সাতক্ষীরা: সাতক্ষীরায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে এক আলম সাধু চালক নিহত হয়েছে। নিহতের নাম মো. রফিকুল ইসলাম (৫৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নের সাতানী গ্রামের মৃত. মূছা বৈদ্য'র ছেলে। (১৯ ডিসেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে সদর উপজেলার সাতক্ষীরা- খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের উপরে এ ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এবিষয়টি হাইওয়ে পুলিশ দেখভাল করছে। বিনেরপোতা মাছ বাজারের ব্যবসায়ী প্রত্যক্ষদর্শী সঞ্জয় দাস জানান, আলম সাধু চালক পাটকেলঘাটা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। সাতক্ষীরা- খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের উপরে উঠলে বিপরীত দিক থেকে আসা পরিবহনের লাইটের আলোয় সম্ভবত তিনি কিছু না দেখতে পেয়ে ব্রিজের রেলিং এর গায়ে ধাক্কা খেয়ে রাস্তার উপর উল্টে পড়ে যায়। এ সময়ে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতগতির ওই পরিবহনের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনা স্থলেই নিহত হয়। খবর পেয়ে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।