শিবগঞ্জে শিশুদের প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ বন্ধ বিষয়ে স্থানীয় অংশীজনদের নিয়ে সচেতনতামূলক সভা

Date: 2024-09-18
news-banner
আহসান হাবীব,চাঁপাইনবাবগঞ্জঃপ্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশুদের সুরক্ষা ও অধিকার বিষয়ক সচেতনতামূলক
সভা হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিসেফের অর্থায়নে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর
স্ট্রেংদেনিক সোশ্যাল এন্ড বিহেভিযার চেঞ্জ প্রকল্পের আয়োজনে শিবগঞ্জ 
দেওয়ান জাগির টুটুল  কমিশনার সভা কক্ষে স্থানীয় ব্যবসায়ীক গোষ্ঠী ও বেসরকারি খাতের ফোরামগুলোর
সাথে শিশুদের সুরক্ষা ও অধিকার বিষয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিশুদের সুরক্ষা ও অধিকার বিষয়ে স্থানীয় ব্যবসায়ীক গোষ্ঠী ও
বেসরকারি খাতের ফোরামগুলোর করনীয় দিকসমুহ বিষায়াদি তুলে ধরেন ।
উপজেলা ফ্যাসিলিটেটর আলী হায়দার বাপ্পীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন,
আরো ও বক্তব্য রাখেন প্রাইমারি স্কুল প্রধান শিক্ষক ও ইমাম মুক্তাদির রহমান, মোঃ আব্দুল গফুর উপজেলা প্রোগ্রাম ম্যানেজার আউট অফ চিল্ড্রেন স্কুল, শিবগঞ্জ উপজেলার স্বাস্থ্যকর্মী মোঃ রাকিব রায়হান
ভেরিয়াস গ্রুপের প্রোগ্রামের সভাপতিত্ব করেন মোঃ আব্দুস সালাম অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মহিলা ডিগ্রী কলেজ
সভায় বক্তারা বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবকদের যথেষ্ট সচেতন হতে হবে।
অভিভাবক সমাবেশে, উঠান বৈঠক এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে
বাল্যবিয়ের বিষয়ে বিভিন্ন শারীরিক ও মানসিক ক্ষতি হয় তা তাদের মাঝে তুলে
ধরতে হবে। সংলাপে বাল্যবিয়ে ও শিশু সুরক্ষা করতে সামাজিক নিয়ম-কানুনের
কঠোর প্রয়োগ করতে হবে।
বক্তারা আরো বলেন, বাল্যবিয়ে প্রতিরোধের জন্য ওয়ার্ড পর্যায়ে সচেতনামুলক
সভা সেমিনার করতে। প্রয়োজনে ঘটক, ইমাম, মোড়ল, কাজ¦ী, পুরোহিত, স্থানীয়
জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ করাতে হবে। তাহলে
বাল্যবিয়ে প্রতিরোধ বা নিরোধ করা সম্ভব হবে।

Leave Your Comments

Trending News