রামপাল পশু হাসপাতাল মোড় রক্তদান ক্লাব’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

Date: 2024-09-21
news-banner
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে "রামপাল পশু হাসপাতাল মোড় রক্তদান ক্লাব” এর সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২১ সেপ্টেম্বর)  সকাল ১১ টায় রক্তদান ক্লাব’র আয়োজন উপজেলা মডেল মসজিদে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতী আব্দুল হান্নান। 

ক্লাবের সভাপতি মোঃ তায়েব নূর’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাঃ মোঃ রমজান আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ আসাদুজ্জামান (আসাদ)।

এমসয় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য মোঃ হুমায়ুন কবির, শেখ মাছুম বিল্লাহ, আরাফাত হোসেন সবুজ, মুদাচ্ছের হোসেন,  মোঃ সাদ্দাম হোসেন, মোঃ মামুন শেখ, আবির শেখ,  মোঃ মঈনুদ্দিন রাহাত, মোঃ নুরুজ্জামান প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ ও সেবাধর্মী কাজ। রোগাক্রান্ত ব্যক্তিদের বিভিন্ন সময়ে রক্ত লেগে থাকে। রক্ত শূন্যতায় অনেকে মারা যায়। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় বিশুদ্ধ রক্ত পাওয়াও কঠিন হয়ে পড়ে। সেজন্য এমন একটি সংগঠন থাকলে বিপদের সময় মানুষের পাশে দাড়ানো সহজ হয়। আমরা চাই এ সংগঠনটি কলেবর আরো বৃদ্ধি হোক এবং মানুষের সেবায় তাদের কার্যক্রম আরো গতিশীলতা পাক।
#####


মল্লিক মোঃ জামান 
রামপাল, বাগেরহাট। 
তাং-২১/০৯/২০২৪
মোবাঃ ০১৯৯৬-৬৬৫৯৭২

Leave Your Comments

Trending News