পাঁচবিবিতে দাফনের ৭২ দিন পর শহীদ বিশালের লাশ উত্তোলন

Date: 2024-10-17
news-banner
মোঃদেলোয়ার হোসেন, পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ

দাফনের ৭২ দিন পর ১৭ অক্টোবর দুপুরের দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুরে পারবারিক কবরস্থান থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ বিশালের লাশ উত্তোলন করা  হয়েছে । মামলার তদন্তের জন্য আদালতের নির্দেশে তার মরদেহ উত্তোলন করেছে প্রশাসন।নিহত নজিবুল সরকার বিশাল (১৭) উপজেলার রতনপুর গ্রামের মজিদুল সরকারের ছেলে। সে পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।গত ৪ আগস্ট জয়পুরহাটে পাঁচুর মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সে বিদ্ধ গুলি হয়ে  নিহত হয় । এরপর বিশালের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করেছিল পরিবার।এ ঘটনার১৪ দিন ১৮ আগস্ট  পর নিহত বিশালের বাবা মজিদুল সরকার বাদী হয়ে জয়পুরহাট আমলী আদালতে  একটি হত্যা মামলা দায়ের করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের, জয়পুরহাট-১ও২ আসনের সাবেক সংসদ সদস্য সহ ১২৮ জন নামীয় ও অজ্ঞাত ২শ থেকে ৩শ জনকে আসামি করা হয় । এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল বাইন, জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডাঃশাহ আলম শোভন, জয়পুরহাট সদর থানার তদন্ত ওসি মিজানুর রহমান, মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা শাখার এস আই জাহাঙ্গীর আলম, পাঁচবিবি থানার এসআই মাসুম, স্থানীয় ইউপি সদস্য  শফিকুল ইসলাম।নির্বাহী ম্যাজিষ্ট্রেট উজ্জল বাইন বলেন, আমরা আদালতের নির্দেশে আইনি কার্যক্রম পরিচালনার জন্য লাশের সুরতহাল প্রতিবেদন সম্পাদনের জন্য লাশ উত্তোলন করতে এসেছি। আসলে সেদিন কি ঘটেছিল ময়নাতদন্তের প্রতিবেদনের আলোকে পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।

Leave Your Comments

Trending News