মোঃ শাহজালাল দেওয়ান :ঢাকা মহানগর উত্তর তাঁতীদলের উদ্যোগে গতকাল শনিবার রাজধানীর উত্তরার ১২ নং সেক্টরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আওয়ামী স্বৈরাচার সরকারের দুঃশাসনের হাত থেকে দেশের জনগণকে রক্ষা করতে গত ১৭ বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ও মানুষের অধিকারের জন্য নিরলসভাবে আমরা বিএনপি নেতাকর্মীরা আন্দোলন করে আসছি। তারই সফলতা হিসেবে গত জুলাই-আগষ্টে ছাত্রজনতার গণআন্দোলনে বহু ছাত্র জনতা ও বিএনপির নেতাকর্মী ভাইদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। তিনি বলেন, কিন্তু স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে গত ১৭ বছরে মসজিদের যে হুজুর, ঈমাম সাহেব আছেন- তাদেরকেও নির্ধারন করে দেয়া হতো, কি দোয়া করবেন? কি করবেন না? কি দূর্ভাগ্য আমাদের এ জাতির ! তিনি আরো বলেন, এই কর্মসূচি আমাদের কেন্দ্রীয় কর্মসূচি। আমাদের নেতা তারেক রহমানের দিক নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম আমরা শুরু করে দিয়েছি। সারা দেশে এই কার্যক্রম চলছে। জনগণের ঘরে ঘরে আমাদেরকে যেতে হবে। জনগণকে সচেতন করতে হবে । আমিনুল হোক তার বক্তব্যে আরো বলেন, আওয়ামী স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে তারা দেশে বিভিন্ন উন্নয়ন করার নামে নিজেদের পকেটের উন্নয়ন করেছে, নিজেদের পরিবারের উন্নয়ন করেছে উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপি এদেশের সাধারণ মানুষের দল, বিএনপি এদেশের মানুষের জন্য কাজ করে।
ঢাকা মহানগর উত্তর তাঁতী দলের সভাপতি সামসুন্নাহার বেগম এর সভাপিতত্বে ওসাধারণ সম্পাদক এম এ হান্নান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাজী মোঃ মোস্তফা জামান,মোস্তাফিজুর রহমান সেগুন,মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য আফাজ উদ্দিন আফাজ,সাবেক সদস্য এবিএমএ রাজ্জাক,সাবেক কাউন্সিলর আলী আকবর আলী, ঢাকা মহানগর বিএনপির মহিলা নেত্রী সোহেলী পারভীন শিখা,তুরাগ থানা বিএনপির যুগ্ন আহবায়ক হাজী মোঃ জহিরুল ইসলাম,। এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,তুরাগ থানা বিএনপি'র যুগ্ন আহবায়ক মহিউদ্দিন সোহাগ রাজা,যুগ্ন আহবায়ক আব্দুল আলী,৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী চান মিয়া বেপারী,তুরাগ থানা শ্রমিকদলের সভাপতি সিদ্দিকুর রহমান,সাধারণ সম্পাদক সানজিদ মাহমুদ সুমন,৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী সফিকুল ইসলাম,৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ সরকার প্রমুখ।
এদিকে আলোচনা সভা শেষে বিভিন্ন মার্কেট, দোকান ও রাস্তার পাশে বাসা বাড়িতে ডেঙ্গু সচেতনতা লিফলেট বিতরণ করেন আমিনুল হক এর নেতৃত্বে নেতাকর্মীরা ।