সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলামের সাথে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থা’র শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা

Date: 2024-10-20
news-banner
নাজমুল আলম মুন্নাঃ সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থা’র কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার মনিরুল ইসলাম এর শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় সাতক্ষীরা জেলা পুলিশ সুুপারের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজিব খান,  সংগঠনের সভাপতি ও  দৈনিক বাংলার সাতক্ষীরা  জেলা প্রতিনিধি মোঃ আবু সাইদ, সিনিয়র সহ-সভাপতি  দৈনিক খবরের আলোর সাতক্ষীরা প্রতিনিধি ডিএম কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক দৈনিক কালের চিত্রের নিজস্ব প্রতিনিধি মোঃ নাজমুল আলম মুুন্না, সাংগঠনিক সম্পাদক এড, মিজানুর রহমান বাপ্পী, তথ্য বিষয়ক সম্পাদক মীর আবু বক্কার, পত্রদূত এর নিজস্ব প্রতিনিধি মাছুম বিল্লাহ,  নির্বাহী সদস্য যথা  দৈনিক আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, দৈনিক দেশ প্রতিদিনের সাতক্ষীরা প্রতিনিধি আবু জাফর, দৈনিক সত্যপাঠ এর সাতক্ষীরা প্রতিনিধি আলী হোসেন, মোঃ হাবিবুর রহমান প্রমুখ। এসময় পুলিশ সুপার বলেন সাতক্ষীরাকে মাদকমুক্ত, যানজটমুক্ত এবং  একটি সুন্দর শহর উপহার দিতে চাই এজন্য সাংবাদিকদের সহযোগীতা চাই। সাংবাদিকরাই রাষ্ট্রের দর্পণ উল্লেখ করে তিনি বলেন সাংবাদিক এবং পুলিশের ভাবনা একই। এজন্য আমরা সবসময় এই সংগঠনকে সাথে নিয়ে একযোগে কাজ করবো বলে প্রত্যয় ব্যক্ত করেন এবং সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

Leave Your Comments

Trending News