মোঃ নুরুজ্জামান শেখ
টঙ্গী গাজীপুর প্রতিনিধিঃ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন। ৪৯ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার আকস্মিক প্রয়াণে স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাকে রেখে গেছেন তিনি।২০২০ সালে প্রথমবারের মতো বাফুফে নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হওয়া নুরু ফুটবলাঙ্গনে সক্রিয় ছিলেন। বিশেষ করে নারী ফুটবলের উন্নয়নে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। বাফুফের কার্যক্রমেও তিনি সবসময় হাসিমুখে অংশগ্রহণ করতেন, যা তার সহকর্মীদের মধ্যে গভীর প্রভাব ফেলেছিল। রাজনৈতিকভাবে, নুরুল ইসলাম নুরু টঙ্গীর ৪৬ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। নুরুল ইসলামের অকাল মৃত্যুতে বাফুফে সহ বিভিন্ন রাজনৈতিক দল গভীর শোক প্রকাশ করেছে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। রবিবার বাদ এশা হাজারো মানুষকে কাদিয়ে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।