দেশ বাঁচাতে চাইলে আগে উপকূল বাঁচাও। টেকসই ভেড়িবাধ আজও পেলনা উপকুলবাসী।

Date: 2024-10-23
news-banner
নাজমুল আলম মুন্না,সাতক্ষীরাঃ সাতক্ষীরায় উপকুল রক্ষার আন্দোলন বহুদিনের তবুও কাঙ্খিত টেকসই ভেড়িবাধ থেকে বঞ্চিত সাতক্ষীরা উপকুল জনপদের ৫ লক্ষাধিক মানুষ।  
দেশ বাঁচাতে চাইলে আগে উপকূল বাঁচাও। টেকসই ভেড়িবাধ আজও পেলনা উপকুলবাসী। সাতক্ষীরার উপকূলীয় এলাকায় ২০০৭ সালের ১৫ নভেম্বর আঘাত হানে ঘূর্ণিঝড় সিডর, এরপর ২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলা, ২০১৩ সালের ১৬ মে মহাসেন, ২০১৫ সালের ৩০ জুলাই কোমেন, ২০১৬ সালের ২১ মে রোয়ানু, ২০১৭ সালের ৩০ মে মোরা, ২০১৯ সালের ৩ মে ফণী, ২০১৯ সালের ৯ নভেম্বর বুলবুল, ২০২০ সালের ২০ মে আম্পান, ২০২১ সালে ২৬ মে ইয়াস, ২০২২ সালের ১২ মে অশনি এবং ২০২৩ সালের ১৪ মে ‘মোখা’ আঘাত হানে। সর্বশেষ সাতক্ষীরা উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল। এটি ২০২৪ সালের ২৬ মে সন্ধ্যা থেকে ২৭ মে সকাল নাগাদ স্থলভাগ অতিক্রম করে। এ সময় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় খুলনা, আশাশুনি ও শ্যামনগর উপজেলার কয়েকটি ইউনিয়ন। যার ক্ষত শুকায়নি এখনো। তারমধ্যে ঘুর্ণিঝড় ডানা আঘাত হানতে রেডি হচ্ছে উপকুলে।

Leave Your Comments

Trending News