টঙ্গীতে তুলার গাইডের চাপায় শিশুর মৃত্যু

Date: 2024-10-23
news-banner
মোঃ নুরুজ্জামান শেখ 
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে বর্জিত তুলার গাইডের নিচে চাপা পরে তাবাসসুম (৫) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার দুপুরে মিলগেট সোনালী টোব্যাকো রোড এলাকায় এই ঘটনা ঘটে। 
নিহত শিশু তাবাসসুম গাজীপুরের টঙ্গীর মাছিমপুর এলাকার নাসির উদ্দিনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মিলগেট সোনালী টোব্যাকো রোডে বুধবার দুপুরে একটি কাভার্ডভ্যান (ঢাকামেট্রো ট ১৩-৮৪৯১) থেকে বর্জিত তুলার গাইড নামাচ্ছিলেন কিছু শ্রমিক। এসময় গাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল শিশু তাবাসসুম। গাইড নামানোর সময় একটি গাইড নিচে ছিটকে পরলে তাতে চাপা পরে শিশুটি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ কায়সার আহমেদ বলেন, ঘটনাটি শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Leave Your Comments

Trending News