গাজীপুরে সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ

Date: 2024-10-27
news-banner
মোঃ নুরুজ্জামান শেখ গাজীপুরঃ

গাজীপুর মহানগরীর পূবাইলে সংখ্যালঘুদের জমি নিয়ে বিরোধীদের জেরে পৈত্রিক ওয়ারিশ সূত্রে পাওয়া বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।এবিষয়ে শনিবার ২৬ অক্টোবর নিকটস্থ পূবাইল থানায় ক্ষতিগ্রস্ত ইন্দ্র মোহন মল্লিকের ছেলে নির্মল মল্লিক বাদী হয়ে চন্দ্র মোহন মল্লিকের ছেলে উত্তম কুমার মল্লিক,শাহজালাল,সঞ্জয় শিকদার, শিনিকদা রানী মল্লিক,দিপালী রানী মল্লিকসহ অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার ২৫ অক্টোবর সকালে নগরীর ৪১ নং ওয়ার্ড ভাদুন মাইজগাঁও মৌজাস্থিত আর এস ৩২ নং খতিয়ানভূক্ত আর এস ১১ নং দাগে পৈতৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমিতে নামজারি ও জমাভাগ করে বসতঘর নির্মাণ করে বসবাস করে আসছে ইন্দ্র মোহন মল্লিক ও তার ছেলে নির্মল মল্লিক।একইভাবে চন্দ্র মোহন মল্লিক ও তার সমান অংশে বসবাস করছেন।হঠাৎ গতকাল উদ্দেশ্য প্রণোদিতভাবে সকালে চন্দ্র মোহন মল্লিকের ছেলে উত্তম ও স্থানীয় শাহজালালের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন সন্ত্রাসী প্রকৃতির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে শতবর্ষধরে ভোগদখলে থাকা বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে বসতঘর ও আসবাবপত্র ভাঙচুরসহ লুটপাট করে।ইন্দ্র মোহন মল্লিক ও তার স্ত্রী পাশের ঘরে খাবার খেতে গেলে দুর্বৃত্তরা ঘরে থাকা গরু বিক্রির নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৮ লক্ষ টাকা লুটে নেয় সন্ত্রাসীরা। এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমিরুল ইসলাম জানান,অভিযোগ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হইবে।

Leave Your Comments

Trending News