বশির আলম টঙ্গী:
গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. আজিজুল হক রাজু মাস্টার এর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ, কর্মীদের উপেক্ষা এবং দলীয় কার্যক্রমে অনিয়মের অভিযোগ তুলে তাকে দল থেকে বহিষ্কারের দাবি তুলেছেন স্থানীয় নেতাকর্মীরা। ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল তার ভেরিফাইড পেজে সভাপতির বহিষ্কার চেয়ে একটি পোস্ট করেন যেখানে একাধিক নেতা কর্মী তার বহিষ্কার দাবি তুলেছেন। সম্প্রতি বিএনপির সদস্য নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠানে সাংগঠনিক নিয়ম বহির্ভূত বক্তব্য প্রধানে সেখানে হট্টগোল সৃষ্টি হয়, এই ঘটনা বিভিন্ন সংবাদ মাধ্যমে তোলপাড় হয়, পরবর্তীতে ২৫ শে জুন থানা বিএনপি নেতৃবৃন্দ স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে তার কাছে লিখিত জবাব চাওয়া হয়। আগামী সাত দিনের মধ্যে এই লিখিত নোটিশের জবাব চাওয়া হয়। ওয়ার্ডের সিনিয়র নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সভাপতি হিসেবে তিনি দলের কার্যক্রমকে শক্তিশালী না করে বরং বিভক্তির রাজনীতি করছেন। বিগত সময়ের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, বর্তমান সভাপতি অনেক সময় আমাদের সাথে বিভিন্নভাবে বেয়াদবি আচরণ করে থাকে। নেতাকর্মীরা দলীয় হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই সভাপতির কারণে ওয়ার্ডে বিএনপির কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। অবিলম্বে তাকে অব্যাহতি দিয়ে একজন সক্রিয়, ত্যাগী ও সাংগঠনিকভাবে দক্ষ নেতাকে দায়িত্ব দেওয়ার আহ্বান জানানো হয়। এ বিষয়ে ৫৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আজিজুল হক রাজু মাস্টার এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি সব সময় দলের সিদ্ধান্ত অনুসরণ করি। কোনো ব্যক্তি আক্রোশ থেকে কেউ যদি এ ধরনের অভিযোগ করে, সেটি তাদের নিজস্ব মতামত। টঙ্গী মেট্রো পশ্চিম থানা বিএনপির সাংগঠনিক নেতারা জানান, বিষয়টি মহানগর কমিটির নজরে আনা হয়েছে। যথাযথ তদন্তের সিদ্ধান্ত নেওয়া হবে।
https://shorturl.fm/4oJLe
https://shorturl.fm/d61Mv
https://shorturl.fm/4av9G
https://shorturl.fm/aENDu
https://shorturl.fm/T731X
https://shorturl.fm/SRw8T
https://shorturl.fm/nvmlp
https://shorturl.fm/zKvZ8
https://shorturl.fm/To7Yu
https://shorturl.fm/en5yW
https://shorturl.fm/QR3GI
https://shorturl.fm/65LAv
https://shorturl.fm/kQ70i
ZoltqfMBuououmrVeHDOc